Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। জিওবি ইউনিসেফ প্রকল্পের আওতায় স্যানিটেশন,স্বাস্থ্য শিক্ষা ও পানি সরবরাহ বিষয়ে সকল সত্মরের জনগন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রম ও আর্সেনিকমূক্ত পানির উৎস  স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি পানের সুব্যবস্থা করা হইতেছে।

 

২। বিশেষ গ্রামীন পানি সরবরাহের মাধ্যমে আর্সেনিকমূক্ত পানির উৎস স্থাপনের কার্যক্রম চলিতেছে।

 

৩। নলকূপ পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে পাত কুয়া মেরামতের কার্যক্রম চলিতেছে।

 

৪। অত্র দপ্তরের জনবল দ্বারা সরকারী/বেসরকারী নলকুপ নিয়মিত পরিদর্শন ওমেরামতের কার্যক্রম চলিতেছে।

 

৫। জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় দপ্তরীয় জনবল দ্বারা  তৈরী পূর্বক সল্পমূল্যে বিক্রয় ও হতঃদরিদ্র পরিবারের মধ্যে বিনা মূল্যে ল্যাট্রিনসেট বিতরন করা হইতেছে।

 

৬।আর্সেনিক কিটদ্বারা সরকারী/বেসরকারী নলকুপের পানিতে আর্সেনিক পরিমাপের কার্যক্রম চলিতেছে।

 

৭।মৌখিকভাবে সর্বস্তরের জনগনের মাঝে স্যানিটেশন ও নিরাপদ পানি ব্যবহার সর্ম্পকিত তদ্যাদি অবহিত করা হইতেছে।

 

সরাসরি সেবা প্রদানকারীগনঃ- ফিল্ড এজেন্সি ও সরকারী  নলকুপমেকানিক, জনস্ব্যাস্থ প্রকৌশল অধিদপ্তর,বাঞ্ছারামপুর।